ক্যান্সারের চিকিৎসা পুরুষ এবং নারী উভয়েরই প্রজননে অক্ষমতার কারন হয়ে দাঁড়ায়

ক্যান্সারের চিকিৎসা পুরুষ এবং নারী উভয়েরই প্রজননে অক্ষমতার কারন হয়ে দাঁড়ায়। কিন্তু গত এক দশক বা তারও বেশী সময় ধরে ‘অঙ্কো ফারটিলিটি’ প্রক্রিয়ার মাধ্যমে ক্যান্সার রোগীদের প্রজনন ক্ষমতা কে রক্ষা করা সম্ভব হয়েছে। এই প্রক্রিয়ায় শুক্রাণু, ডিম্বানু এবং কৃত্রিম ভাবে নিশিক্ত ভ্রুণকে -১৮০ থেকে -১৯০ ডিগ্রী সেলসিয়াসে সংরক্ষণ করে রাখা হয় যাতে পরবর্তিকালে প্রজনেন সময়ে তা পুনরায় ব্যবহার করা সম্ভব হয়। নাগপুর টেস্ট টিউব বেবি সেন্টার (এনটিটিবিসি) পরিচালনাকারী প্রজনন বিশেষজ্ঞ ডাঃ সাধনা পটবর্ধন গত রবিবার এ বিষয়ে এক সংবাদ মাধ্যমকে জানান যে তাঁর এই সেন্টার বিগত ২-৩ বছর ধরে ক্যান্সারে রোগীদের জন্য এই অঙ্কো ফারটিলিটি চিকিৎসা প্রদান করে আসছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*